খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা উপদেষ্টা পরিষদের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয় এবং দেশবাসীকে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।
সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার উপর ভিত্তি করে হাসপাতালেই তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা, নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা প্রদানের পাশাপাশি তাকে রাষ্ট্রের উচ্চ মর্যাদা অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, এ প্রক্রিয়ার বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দলের নেতাকর্মীদের অবগত করা হয়েছে—অন্তর্বর্তী সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য এই ভিভিআইপি ঘোষণা নেওয়া হয়েছে।
সবার দেশ/এফও




























