স্বজনদের ভোগান্তি কমাতে সব কারাগারে আসছে আইপি ফোন
কারাবন্দিদের জন্য আসছে ভিডিও কল সুবিধা
দেশের কারাবন্দিদের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন স্মার্ট সুবিধা। স্বজনদের সঙ্গে নিয়ন্ত্রিত ভিডিও কলে কথা বলার সুযোগ করে দিতে উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ।
বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে বন্দিরা সাত দিন পর পর ১০ টাকায় ১০ মিনিট নির্দিষ্ট নম্বরে কথা বলতে পারেন। এবার একই প্রক্রিয়ায় ভিডিও কলের সুবিধাও চালু করতে যাচ্ছে সরকার।
কারা অধিদফতর জানিয়েছে, সব ঠিক থাকলে খুব শিগগিরই দেশের সব কারাগারে আইপি ফোন স্থাপন করা হবে। এর ফলে বন্দিদের স্বজনদের কারাগারে গিয়ে সাক্ষাৎ করার ঝামেলা ও ব্যয় অনেকটাই কমে আসবে। হিসাব অনুযায়ী, প্রতিবার সাক্ষাতে একজন বন্দির পরিবারের প্রায় ৩ হাজার টাকা খরচ হয়—যাতায়াত, অপেক্ষা ও সময়ের ব্যয়সহ। অনেক পরিবার ধারদেনা করেও প্রিয়জনকে দেখতে আসেন। এসব ভোগান্তি কমাতেই ভিডিও কল চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নতুন ব্যবস্থায় বন্দিরা নির্ধারিত পিসি থেকে সপ্তাহে একবার ১৫ টাকায় ১০ মিনিট ভিডিও কলে কথা বলতে পারবেন। কারা কর্মকর্তাদের মতে, আগে মনে করা হতো কারাগারের ভেতরে টেলিফোন ব্যবস্থা চালু করা কঠিন। কিন্তু বর্তমান সফটওয়্যারভিত্তিক নিরাপত্তা ব্যবস্থায় আইপি ফোন নিয়ন্ত্রণ সহজ হওয়ায় ভিডিও কল যুক্ত করাও এখন সম্ভব। এতে বন্দিরা একসঙ্গে পরিবারের সব সদস্যের মুখ দেখতে পারবেন, যা তাদের মানসিক চাপ ও একাকীত্ব কমাতে ভূমিকা রাখবে।
কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, কারাগার আধুনিকায়নের অংশ হিসেবেই ভিডিও কল উদ্যোগটি নেয়া হয়েছে। তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে ভয়েস কল সফলভাবে চালু হওয়ায় এখন ভিডিও কল চালু করতেও গুরুত্ব দেয়া হচ্ছে। আইপি ফোন স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে কারাগারে যোগাযোগব্যবস্থা নতুন স্তরে উন্নীত হবে এবং বন্দি ও তাদের পরিবারের মানবিক সম্পর্ক বজায় রাখা সহজতর হবে।
সবার দেশ/কেএম




























