Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৯, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:৫১, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার ইন্তেকালে জাতি হারালো এক মহান অভিভাবক: প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার ইন্তেকালে জাতি হারালো এক মহান অভিভাবক: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিশেষ শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। এ বরেণ্য নেত্রীর প্রয়াণে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে উল্লেখ করেন।

শোকবার্তায় প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অধ্যায়। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং জাতির প্রতি অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্তমান সরকার চলতি মাসেই তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন।

প্রধান উপদেষ্টা তার শোকবার্তায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন মাইলফলক তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বলিষ্ঠ ও আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে স্বৈরশাসনের অন্ধকার থেকে বেরিয়ে আসার প্রেরণা জুগিয়েছে এবং গণতন্ত্রের পথে ফেরার সাহস জুগিয়েছে।

রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতির বৃহত্তর কল্যাণে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল ভবিষ্যৎ প্রজন্মের জন্যও পথপ্রদর্শক হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, পরীক্ষিত ও কালজয়ী রাজনীতিককে হারাল বলেও মন্তব্য করেন তিনি।

শোকবার্তায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান ও সামাজিক সংস্কারের দিকগুলো বিশেষভাবে তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ১৯৮২ সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির কঠিন মাঠে নেমে তিনি ইতিহাস সৃষ্টি করেন। স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের টানা ৯ বছরের দুঃশাসনের পতনে তার নেতৃত্ব ছিলো নির্ধারক ও ঐতিহাসিক।

নারী শিক্ষা বিস্তারে তার অবদানের কথা উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচি চালু করা দেশের নারী শিক্ষার অগ্রগতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিলো। একই সঙ্গে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতির একটি শক্ত ভিত্তি গড়ে তুলেছিলেন, যা বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে সহায়ক হয়েছে।

রাজনৈতিক সাফল্যের এক বিরল দৃষ্টান্ত হিসেবে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া তার পুরো রাজনৈতিক জীবনে কোনো জাতীয় নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে তিনি পাঁচটি পৃথক সংসদীয় আসন থেকে এবং ২০০৮ সালে তিনটি আসন থেকে বিজয়ী হন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তার আপোষহীন রাজনৈতিক অবস্থানের কারণেই তাকে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয় এবং ১৭ বছরের কারাদণ্ডসহ দীর্ঘ সময় কারাবাস করতে হয়।

এ অপূরণীয় ক্ষতির দিনে প্রধান উপদেষ্টা মরহুমার শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি