Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৮, ১৩ জানুয়ারি ২০২৬

আসন্ন নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ পথ: ড. ইউনূস

আসন্ন নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ পথ: ড. ইউনূস
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন পথে এগোবে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকনির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে এবং আসন্ন নির্বাচনে তাদের একটি অংশ জয়লাভ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি মনে করেন, এ তরুণ নেতৃত্ব দেশের রাজনীতিতে নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে।

উচ্চশিক্ষা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে এখনও মূলত চাকরি পাওয়ার লক্ষ্যেই সাজানো হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হয় চাকরির খোঁজ দিয়ে। অথচ কেন আমরা তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারছি না—এ প্রশ্ন তোলেন তিনি। শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থানমুখী না করে উদ্ভাবন, উদ্যোগ ও স্বনির্ভরতার দিকে নেওয়ার ওপর গুরুত্ব দেন ড. ইউনূস।

সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে উচ্চশিক্ষা ও উন্নয়ন খাতের প্রতিনিধিরা অংশ নেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানায়, যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ আঞ্চলিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে কার্যকর দিকনির্দেশনা তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি