Sobar Desh | সবার দেশ রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৪, ১৭ মে ২০২৫

শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে রাঙামাটিতে 

শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে রাঙামাটিতে 
ছবি: সংগৃহীত

রাঙামাটি শহরের উপজেলা পরিষদ এলাকায় শেখ মুজিবুর রহমানের একটি মূর্তি ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৬ মে) বিকেল ৫টা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে সংগঠিত একটি দল এ মূর্তি ভাঙার কার্যক্রম শুরু করে।

এর আগে দুপুর ৩টার দিকে ওই ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ভেদভেদী বাজার থেকে শুরু হয়ে সার্ভার স্টেশনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে থেকেই তারা মূর্তি ভাঙার ঘোষণা দেয়।

মূর্তি ভাঙায় অংশ নেয়া আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী, দেশে ফ্যাসিবাদের যত প্রতীক ও চিহ্ন রয়েছে, সেগুলো মুছে ফেলাই তাদের লক্ষ্য। রাঙামাটিতে শেখ মুজিবের মূর্তি ধ্বংসের মধ্য দিয়ে তাদের ‘সংগ্রামের সূচনা’ হয়েছে বলেও দাবি করেন তারা।

তাদের ভাষ্যমতে, যতক্ষণ নামূর্তিটি পুরোপুরি ভাঙা হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অংশগ্রহণকারীরা।

সবার দেশ/কেএম