Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮, ১৭ মে ২০২৫

সাবেক এমপি জেবুননেসা গ্রেফতার

সাবেক এমপি জেবুননেসা গ্রেফতার
ছবি: সংগৃহীত

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী জেবুননেসা আফরোজকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৭ মে) তাকে গ্রেফতারের পর ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলশান বিভাগে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।

জেবুননেসা আফরোজ ২০১৪ সালের ৯ এপ্রিল বরিশাল-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে ১০ম জাতীয় সংসদে এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই উপনির্বাচন অনুষ্ঠিত হয় তার স্বামী শওকত হোসেন হিরনের মৃত্যুর পর আসনটি শূন্য হওয়ায়।

শওকত হোসেন হিরন ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র এবং এক সময়ের সংসদ সদস্য। তার মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন জেবুননেসা আফরোজ।

তবে তার বিরুদ্ধে করা মামলার প্রকৃতি বা গ্রেফতারের পেছনের নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সবার দেশ/কেএম