আওয়ামী লীগ নিষিদ্ধ করা বিএনপির বিষয় নয়: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বা সরকার। বিএনপি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার মালিক নয়।
শুক্রবার (৯ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে এনসিপি কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, আমাদের মহাসচিব আগেই বলেছেন—এটা জনগণের সিদ্ধান্তের বিষয়। জনগণ ঠিক করবে কে নির্বাচনে যাবে, কে যাবে না।
তিনি বলেন, আওয়ামী লীগকে প্রশ্ন করতে হবে, তারা কি সত্যিই গণতন্ত্র চায়? তারা কি গত ১৫ বছরে স্বীকার করেছে যে, তারা জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে? তারা কি কোনো ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছে?
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘দ্য কার্টার সেন্টার’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
মঈন খান জানান, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এরশাদ সরকারের পতনের পর ১৯৯০ সালে যেমন একটি নিরপেক্ষ সরকার নির্বাচন দিয়েছিলো, এখনও তেমন একটি সরকার হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।
সবার দেশ/কেএম