চট্টগ্রামের বিএনপির তারুণ্যের সমাবেশে নেতা-কর্মীদের ঢল
১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না— ফখরুল

বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার অভিযোগ, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে আওয়ামী লীগ জনগণকে দমন করে এবং গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে।
শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশস্থলে চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
তরুণদের সজাগ থাকতে হবে—বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের প্রশ্নে বিএনপি আপোষহীন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কারও কাছে বিক্রি করে কিছু করা যাবে না। তরুণদের সজাগ থাকতে হবে, ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, প্রথম অর্থনৈতিক সংস্কার এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা, গার্মেন্টস শিল্পের ভিত্তিপ্রস্তর, কেয়ারটেকার ব্যবস্থা— সবই বিএনপির অবদান। অথচ এসব ইতিহাস এখন আড়াল করা হচ্ছে। বিদেশ থেকে এসে কেউ উঁচু গলায় কথা বললেই জনগণ ভুলে যাবে, এটা ভাবা ভুল।
ফয়সালা হবে রাজপথেই—তারেক রহমানের বার্তা স্মরণে ফখরুল
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান লড়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, খালেদা জিয়া সে গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছেন, আর তারেক রহমান আধুনিক বাংলাদেশের পথনকশা তৈরি করছেন। আমাদের দাবি পরিষ্কার— আগে বাংলাদেশ। আর চূড়ান্ত ফয়সালা হবে রাজপথেই।
তিনি আরও বলেন, আমাদের তরুণ সমাজ চাকরি চায়, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি চায়, মুক্তভাবে মত প্রকাশের সুযোগ চায়। আজকের তারুণ্যের সমাবেশের লক্ষ্যই হচ্ছে, তরুণরা আবার জেগে উঠুক, নিজেদের অধিকার আদায়ে রাস্তায় নামুক।
ওয়াসিমের রক্তের দাম দিতে হবে
চট্টগ্রামের জুলাই আন্দোলনে শহীদ হওয়া ওয়াসিমের স্মরণে মির্জা ফখরুল বলেন, ওয়াসিমের রক্তে লেখা হয়েছে গণতন্ত্রের নতুন ইতিহাস। কিন্তু আজও তার নাম পাঠ্যপুস্তকে নেই—এটা জাতির প্রতি অন্যায়। আমরা আশা করি, ওয়াসিমের আত্মত্যাগ রাষ্ট্র স্বীকৃতি পাবে।
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত
সবার দেশ/কেএম