আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে
৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার করেছে আ’লীগ: মির্জা আব্বাস

গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার দাবি, এ অর্থ পাচারে ক্ষমতাসীন আওয়ামী লীগ জড়িত। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে যারা সরকারে আছে, তারাই চাঁদাবাজিতে লিপ্ত। তিনি দাবি করেন, শুরুতে বিএনপির ভেতরে যারা চাঁদাবাজি করছিলো, তাদের মধ্যে এক থেকে দেড় হাজার জনকে বহিষ্কার করেছেন তারেক রহমান। এখন আওয়ামী লীগের লোকজনই এ চাঁদাবাজির সঙ্গে জড়িত।
মির্জা আব্বাস বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি নেই। মিডিয়া সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারছে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো, তখনও পারতো না। এখন বিএনপির বিরুদ্ধেই সবাই একজোট হয়ে গেছে, এমনকি অন্য রাজনৈতিক দলগুলোও। কারণ, তারা জানে বিএনপি ক্ষমতায় আসতে পারে। সে কারণেই কেউ চায় না সুষ্ঠু নির্বাচন হোক।
তিনি অভিযোগ করেন, রাজপথে না থাকা সুযোগসন্ধানীরা এখন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। তারা বিএনপির সদস্য হতে পারবে না। এমনকি কিছু আওয়ামী লীগপন্থী লোক পুলিশে ধরা পড়লেও, তাদের ছাড়াতে বিএনপির নামধারীরা তদবির করছে।
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। দেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে এখনই নির্বাচনের দাবি জানাতে হবে। তিনি বলেন, আমার নেতা জিয়াউর রহমান দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। সেই স্বাধীনতা আজ সঙ্কটে। আমরা আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। এছাড়া আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
সবার দেশ/কেএম