Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৭, ৩০ মে ২০২৫

রাজনীতি উত্তপ্ত, সেনপাড়ায় থমথমে অবস্থা

জি এম কাদেরের রংপুরের বাড়িতে হামলা

জি এম কাদেরের রংপুরের বাড়িতে হামলা
ছবি: সংগৃহীত

সাবধানবার্তা নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রংপুর। বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের সেনপাড়ার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার সময় তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, ভাঙচুর করা হয় একটি মোটরসাইকেল এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। দ্রুত নিভিয়ে ফেলা হলেও পরিস্থিতি থমকে যায়নি, বরং নগরজুড়ে ছড়িয়ে পড়ে ভয় ও উত্তেজনা।

ঘটনার উৎস: রাজনীতির দায় এড়াতে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ঘটনার পরপরই জাতীয় পার্টির নেতাকর্মীরা দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনপিপি (ন্যাশনাল পিপলস পার্টি)-র কর্মীরাই এ হামলার পেছনে রয়েছে। কিন্তু পাল্টা বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি। তার দাবি, জাতীয় পার্টির নেতাকর্মীরাই আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে। আমরা কোনোভাবেই জি এম কাদেরের বাড়িতে হামলা করিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনপিপি’র একটি বিক্ষোভ মিছিল সেনপাড়ায় পৌঁছায়। সেখানেই আচমকাই কিছু দুর্বৃত্ত জি এম কাদেরের বাড়িতে ইটপাটকেল ছুড়ে মারেন। এতে বাড়ির জানালার থাই গ্লাস ভেঙে যায় এবং সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। তখনই বিক্ষোভকারীরা সরে যায়। তবে পুরো নগরীতে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন

রংপুর নগরী যেন ক্ষণিকেই হয়ে ওঠে ছায়া যুদ্ধক্ষেত্র। মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। যে কোনx পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।

জাতীয় পার্টির মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তাফা এ হামলাকে আইনশৃঙ্খলার চরম অবনতি বলে মন্তব্য করে বলেন, দেশে এখন আইনের শাসন নেই বলেই এমন ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রাজনৈতিক বার্তা: কাদেরের ‘নীরব রাজনৈতিক ডিপ্লোমেসি’র জবাব?

জিএম কাদের সরকারের বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিলেও সাম্প্রতিক মাসগুলোতে তার দলের অভ্যন্তরীণ টানাপোড়েন, ফখরুল ও ইশরাকের সঙ্গে আলোচনার গুঞ্জন, এবং ‘তৃতীয় শক্তি’ গঠনের সম্ভাবনা ঘিরে তার অবস্থান নিয়ে নানা মহলে অস্বস্তি তৈরি হয়েছে।

অনেকে মনে করছেন, আজকের হামলা সে ‘নীরব রাজনীতি’র প্রতি একটি হুঁশিয়ারি—তোমার নিরাপদ অবস্থান আর নিশ্চিত নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি