জুলাই আন্দোলনের গ্রাফিতি ঢেকে রাখা পোস্টার সরাচ্ছে ছাত্রদল
জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে আঁকা গ্রাফিতি ও দেয়ালচিত্র রাজধানীর বিভিন্ন এলাকায় দৃশ্যমান থাকলেও, সম্প্রতি সেগুলোর ওপর বিভিন্ন সংগঠনের ব্যানার-ফেস্টুন লাগিয়ে ঢেকে ফেলা হয়েছে।
এ অবস্থায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল শনিবার (২৮ জুন) সকাল থেকে গ্রাফিতির ওপর লাগানো এসব ব্যানার ও ফেস্টুন সরানোর অভিযান শুরু করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এবং গুম-নিপীড়নের শিকার মানুষদের সম্মানে গ্রাফিতি আঁকা হয়েছিলো। অথচ সেগুলো ঢেকে ফেলার অপচেষ্টা চলছে, যা ইতিহাস মুছে ফেলার সামিল। আমরা সেটা হতে দেবো না।
তিনি জানান, শুধু বিরোধী দলের নয়, নিজেদের দলেরও যেসব পোস্টার-ফেস্টুন গ্রাফিতি ঢেকে ফেলেছে, সেগুলোও সরানো হচ্ছে। আকরাম আহমেদ বলেন, এটা কোনও রাজনৈতিক পক্ষের বিষয় নয়, এটা আমাদের ইতিহাসের প্রশ্ন। তাই ছাত্রদল নিজ দলের ব্যানার সরাতেও বিব্রত নয়।
ছাত্রদল নেতারা জানান, যতদিন পর্যন্ত পুরোপুরি গ্রাফিতি দৃশ্যমান না হবে, ততদিন এ কর্মসূচি চলবে।
এ অভিযানে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, এ গ্রাফিতিগুলো শুধু দেয়ালে আঁকা ছবি নয়, এগুলো আমাদের আত্মত্যাগ, আন্দোলনের ইতিহাস। এগুলো ঢেকে রাখা মানে সে ইতিহাস ধামাচাপা দেয়ার চেষ্টা, যা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড ইউনিটের নেতারা।
ছাত্রদল জানিয়েছে, এ কর্মসূচির মাধ্যমে তারা জুলাই আন্দোলনের চেতনা, ইতিহাস এবং শহীদদের স্মৃতি আবারও জনমানুষের সামনে তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ।
সবার দেশ/কেএম




























