Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ২৯ জুন ২০২৫

পাথর ছুড়লেও আমি ফুল ছুঁড়ে দেবো: হাসনাত আব্দুল্লাহ

পাথর ছুড়লেও আমি ফুল ছুঁড়ে দেবো: হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ যদি তার দিকে পাথর ছুড়ে, তিনি তার দিকে ফুল ছুঁড়ে দেবেন, বুকে টেনে নেবেন।

শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লার দেবীদ্বারের ইউছুফপুর আইডিয়াল স্কুল মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণেই আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তবে আমি সে রাজনীতিতে বিশ্বাস করি না। প্রতিহিংসা ও সহিংসতার রাজনীতি দেশের জন্য কখনও ভালো কিছু বয়ে আনতে পারে না।

তিনি বলেন, আমি ভেসে আসিনি, আমি দেবীদ্বারের সন্তান। এ এলাকার মাটি, মানুষ, ইতিহাস আমার রক্তে মিশে আছে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময়কার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, তখন মাহফিল থেকে হুজুরদের দাঁড়ি টেনে নামানো হয়েছে, মাইক বন্ধ করে দেয়া হয়েছে। অথচ যারা তাজা রক্ত দিয়েছে, তারা এমপি হতে চায়নি, ক্ষমতা চায়নি। তারা চেয়েছিলো সংস্কার, বাকস্বাধীনতা, ভোটাধিকার।

নির্বাচনের পাশাপাশি সংস্কারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেভাবে টাইমলাইন ধরে নির্বাচন দাবি করছেন, সেভাবেই টাইমলাইন ঠিক করে সংস্কারেরও দাবি তুলুন। শুধু ভোট নয়, দেশে প্রকৃত অর্থে পরিবর্তন দরকার।

সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ নোমান সরকার। সঞ্চালনায় ছিলেন মো. মাজহারুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির প্রধান তত্ত্বাবধায়ক জামাল মোহাম্মদ কবীর, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, এনসিপির দেবীদ্বার প্রতিনিধি শামিম কাউছারসহ স্থানীয় নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

সর্বশেষ