Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ০১:০১, ৪ আগস্ট ২০২৫

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক: তারেক রহমান

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক: তারেক রহমান
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণ ভোটারদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে দেওয়া এ বক্তব্যে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বান জানান—এই বার্তাটি দেশের প্রতিটি তরুণ ভোটারের কাছে ছড়িয়ে দিতে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশটি আয়োজন করে ছাত্রদল।

তারেক রহমান বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদী চক্র তোমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি স্বাবলম্বী বাংলাদেশ গঠনের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য গত দেড় দশক ধরে ভোট প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত প্রায় ৩ কোটি ভোটারসহ সবার সহযোগিতা ও সমর্থন চান তিনি।

ছাত্রদল ও সারা দেশের তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, মন দিয়ে শোনো, আমি কী আহ্বান জানাতে চাই—তারপর সেটি ছড়িয়ে দাও দেশের প্রতিটি নতুন ভোটারের কাছে। আসো, সবাই প্রতিজ্ঞা করি—তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।

সমাবেশে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরাও তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে স্লোগান দেন—তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।

বক্তব্যের শেষাংশে তিনি পুনরায় বলেন, আজকের প্রতিজ্ঞা হোক—তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।

সবার দেশ/এফএস 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
ট্রাম্পকে প্রকাশ্য হত্যার হুমকি, তেহরানের বার্তা ঘিরে উত্তেজনা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
বাজার স্থিতিশীল করতে এলপি গ্যাস আমদানির পথে সরকার
ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
সিলেট সীমান্তে বিস্ফোরকের রহস্যজনক প্রবেশ: নাশকতার আশঙ্কা
পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক