Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩০, ৭ সেপ্টেম্বর ২০২৫

এনসিপির আন্তর্জাতিক সেল গঠন

এনসিপির আন্তর্জাতিক সেল গঠন
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন আন্তর্জাতিক সেল গঠন করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন অনুমোদিত এ কমিটিতে সুলতান মোহাম্মদ জাকারিয়াকে সম্পাদক এবং আলাউদ্দিন মোহাম্মদকে সহ-সম্পাদক করা হয়েছে।

এ ছাড়াও আন্তর্জাতিক সেলের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—

আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে এনসিপির কার্যক্রম সমন্বয় ও সংগঠন বিস্তারের জন্য এ সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ