Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ১৮ নভেম্বর ২০২৫

রায় দ্রুত কার্যকরের দাবিতে এনসিপির হুঁশিয়ারি

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখেই শান্তি পাবো: নাহিদ

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখেই শান্তি পাবো: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সেদিনই শান্তি পাবো, যেদিন আমাদের চোখের সামনে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখবো।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার রায়কে ‘বাংলাদেশের বিচারিক ইতিহাসের মাইলফলক’ উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছে—আজকের রায়ে তা প্রমাণিত হয়েছে। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং পুরো দেশের মানুষের ন্যায়বিচারের লড়াই আজ এক ধাপ এগোলো।

নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থনে তার ভাই আবু সাঈদের হত্যার বিচার আদায়ের শপথ করেছিলেন। আজকের রায় সে সংগ্রামকে নতুন গতি দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, গত ১৬ বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার হরণ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং জুলাইয়ের গণহত্যাসহ বহু অপরাধ করেছে।

এনসিপির আহ্বায়ক জানান, দলের দাবি শুধু রায় ঘোষণায় শেষ নয়—রায় দ্রুত কার্যকর করতেই হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা আরও জোরালো হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ আশা প্রকাশ করেন, ভারত সফররত নিরাপত্তা উপদেষ্টা শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন।

তিনি বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ‘নিকৃষ্টতম ফ্যাসিস্ট ও রক্তপিপাসু খুনি’ হিসেবে চিহ্নিত হয়েছেন। একই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডাদেশও দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি। ছাত্রলীগ, যুবলীগ ও জড়িত সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন এনসিপি নেতা।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচন-পরবর্তী যে সরকারই আসুক, যেন ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এনসিপি রাজপথে থাকবে এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের এক দফা দাবি নিয়ে তাদের লড়াই অব্যাহত থাকবে।

তিনি জুলাই–আগস্ট থেকে আন্দোলনে থাকা ছাত্রজনতা ও সহযোগী রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ রায় ঘোষণার পেছনে তাদের অবদান অনস্বীকার্য।

সবশেষে আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে নাহিদ বলেন, 

রায়ে শেখ হাসিনাকে ব্যক্তি হিসেবে অপরাধী সাব্যস্ত করা হলেও এটি প্রমাণ করে—তিনি দলীয় ও রাষ্ট্রীয় প্রধান হিসেবে গণহত্যার নির্দেশদাতা ছিলেন; ফলে দল হিসেবেও আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি