খুলনায় সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দীর অভিযোগ
জামায়াতে যোগ দেয়ায় ভারত থেকে প্রাণনাশের হুমকি
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার পর থেকেই ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন— এমন অভিযোগ তুলেছেন দলটির খুলনা-১ আসনের মনোনীত প্রার্থী এবং জামায়াতের হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী।
সোশ্যাল মিডিয়ায় চলমান অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে কৃষ্ণ নন্দী বলেন, ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন কুমার বসু তার বিরুদ্ধে মিথ্যা, তথ্যবিকৃতি এবং অপপ্রচার চালাচ্ছেন।
তিনি দাবি করেন,
শিপন বসু একজন ব্ল্যাকমেইলার ও আন্তর্জাতিক চাঁদাবাজ। আমার ফোন নম্বর সংগ্রহ করে বিভিন্ন সময়ে আমাকে হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলাম এবং হিন্দু ধর্মকে নাকি বিতর্কিত করছি।
কৃষ্ণ নন্দী বলেন, রাজনৈতিক মতাদর্শ ও ধর্মীয় পরিচয়ের ভিন্নতার কারণে তাকে লক্ষ্য করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, আমি জামায়াতে ইসলামীতে থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছি। নির্বাচনী মাঠে সব ধর্মের মানুষের কাছ থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী খুলনার স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বহু speculation বা গুঞ্জনের পর অবশেষে খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তনের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। দলের ইতিহাসে এবারই প্রথম কোনো অমুসলিম— হিন্দু সম্প্রদায়ের একজন সদস্য—কে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হয়।
৩ নভেম্বর খুলনা মহানগর জামায়াত কার্যালয়ে জেলা কর্মী সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এ ব্যতিক্রমী মনোনয়ন স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সবার দেশ/কেএম




























