ধানের শীষের প্রার্থী বদলের আভাস
দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা
নির্বাচনী দলবদলের হাওয়ায় এবার বড় চমক দিলেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাতীয় দল’ বিলুপ্ত ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে যুক্ত হন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এহসানুল হুদা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে আমাদের সাথে ছিলেন। তার এ যোগদান গণতান্ত্রিক আন্দোলন এবং আগামী নির্বাচনে আমাদের শক্তিবৃদ্ধি করবে। অন্যদিকে এহসানুল হুদা তার প্রতিক্রিয়ায় বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির প্ল্যাটফর্ম হিসেবে আমি বিএনপিতে যোগ দিলাম। দল বিলুপ্ত করে সাধারণ কর্মী হিসেবে কাজ করার সুযোগ দেয়ায় তিনি বিএনপির নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, এ যোগদানের নেপথ্যে রয়েছে নির্বাচনী সমীকরণ। গুঞ্জন রয়েছে, এহসানুল হুদাকে তার নিজ এলাকা কিশোরগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দেয়া হতে পারে। যদি তাই হয়, তবে এ আসনে বিএনপির পূর্বনির্ধারিত প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে।
উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ছোট দলগুলোর বিএনপিতে একীভূত হওয়ার প্রবণতা বেড়েছে। এর আগে গত ৮ ডিসেম্বর বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং ১ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া একইভাবে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিলেন।
সবার দেশ/কেএম




























