সিরাজগঞ্জ-৫ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস
এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা মনজুর কাদের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে নাটকীয় মোড় এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক চারবারের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। বুধবার (৯ ডিসেম্বর) দলটি প্রথম ধাপে ১২৫টি আসনের মনোনয়ন ঘোষণা করলে তার নামও সে তালিকায় উঠে আসে।
এদিন বিকেলে ফেসবুক পোস্টের মাধ্যমে এনসিপিতে যোগদানের ঘোষণা দেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাবেক এ সদস্য। তিনি লেখেন, নতুন প্রজন্মের নেতৃত্ব, দেশের ভবিষ্যৎ সুরক্ষা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার বিশ্বাস থেকে এনসিপিতে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে দেশের ‘অগ্রযাত্রা ও নতুন রাজনীতির ধারণায়’ নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
মনজুর কাদের মন্তব্য করেন, এনসিপিই পারে নতুন নেতৃত্বকে সামনে এনে একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে।
দীর্ঘ রাজনৈতিক পথচলা ও দলবদলের ইতিহাস
১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর মনজুর কাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং একই বছর ও ১৯৮৮ সালে পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালের ৩ মার্চ থেকে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে ১৯৯৬ সালে তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন। ওই বছর পাবনা-১ এবং পরে ২০০১ সালে সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সীমানা পুনর্নির্ধারণের পর আসনটি পরবর্তীতে সিরাজগঞ্জ-৫ হিসেবে পরিচিত হয়।
২০০৮ সালের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন পেলেও মাত্র ২৫২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল লতিফ বিশ্বাসের কাছে পরাজিত হন।
বিএনপির মনোনয়ন না পেয়ে দলত্যাগ
চলতি নির্বাচনে আবারও সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন চান মনজুর কাদের। কিন্তু দলটি ওই আসনের জন্য কেন্দ্রীয় কমিটির (রাজশাহী বিভাগীয়) সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে বেছে নেয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি গত সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যপদ ও দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। বিএনপি গতকাল তার পদত্যাগ গ্রহণ করে। এর পরপরই তিনি এনসিপিতে যোগ দিয়ে মনোনয়ন পান।
সামনে কড়া প্রতিদ্বন্দ্বিতা
সিরাজগঞ্জ-৫ আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত মিলছে। মনজুর কাদেরকে মোকাবিলা করতে হবে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম ও জেলা জামায়াতের নায়েবে আমির আলী আলমকে। আসনটিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনজুর কাদের মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়েছেন।
চৌহালী-বেলকুচির রাজনৈতিক ময়দানে নতুন সমীকরণ তৈরি হওয়ায় আসনটি ঘিরে উত্তাপ আরও বাড়ছে।
সবার দেশ/কেএম




























