Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৩, ২৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিদ্রোহ

বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র লড়বেন রুমিন ফারহানা

বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র লড়বেন রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নির্বাচনি সমীকরণ নাটকীয় মোড় নিয়েছে। দলীয় মনোনয়ন না পেয়ে এবং আসনটি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয়ায় বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জোটের সমীকরণ ও রুমিনের অসন্তোষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি শুরু থেকেই ছিলো আলোচনার কেন্দ্রে। মঙ্গলবার গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন সমঝোতার কারণে এ আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘোষণার পরই রুমিন ফারহানার দীর্ঘদিনের নির্বাচনি প্রস্তুতির ওপর বড় ধাক্কা আসে।

সসম্মানে পদত্যাগের ঘোষণা

রুমিন ফারহানা জানান, তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহ করতে চান না, বরং সসম্মানে দলীয় পদ থেকে পদত্যাগ করে সাধারণ মানুষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, মনোনয়নপত্র কেনার আগেই আমি সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবো। দু-একদিনের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করবো। আমি বিশ্বাস করি, অত্র এলাকার মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছে এবং তারা ভোটের মাধ্যমেই এর জবাব দেবে।

স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা ও স্থানীয় প্রতিক্রিয়া

রুমিন ফারহানা একা নন, এ আসন থেকে বিএনপির আরও অন্তত দুইজন নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের একাংশ মনে করছেন, ধানের শীষ প্রতীক না থাকায় এবং জনপ্রিয় নেতাদের অনুপস্থিতিতে জোটের প্রার্থীর জন্য জয়ী হওয়া কঠিন হবে। এর আগে গত ১৯ ডিসেম্বর সরাইলের এক সভায় রুমিন ঘোষণা করেছিলেন, মার্কা যা-ই হোক, নির্বাচন আমি সরাইল-আশুগঞ্জ থেকেই করবো। আজ পদত্যাগের ঘোষণার মাধ্যমে তিনি সে অঙ্গীকারেরই বাস্তবায়ন করতে যাচ্ছেন।

বিএনপি অবশ্য হুঁশিয়ারি দিয়েছে যে, জোটের প্রার্থীর বিরুদ্ধে কেউ স্বতন্ত্র দাঁড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তবে পদত্যাগ করলে সে দায়বদ্ধতা আর রুমিন ফারহানার ওপর থাকবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি