ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক নিয়ে লড়বেন রুমিন
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ পাচ্ছেন না—এটি এখন নিশ্চিত। এ পরিস্থিতিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনে নিজের পছন্দের প্রতীক হিসেবে তিনি ‘হাঁস’ প্রতীক চাইবেন বলে জানিয়েছেন।
গত বুধবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে দাদা-দাদির কবর জিয়ারতের মাধ্যমে তিনি তার নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন।
দলের সিদ্ধান্তে ক্ষোভ ও চ্যালেঞ্জ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে লড়তে যাওয়া রুমিন ফারহানা তার প্রতিক্রিয়ায় বলেন, গত ১৭ বছর ধরে আমি মানুষের অধিকারের পক্ষে কথা বলেছি। কিন্তু আমার প্রতি অন্যায় করা হয়েছে। জোটের প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে জনগণের দাবির তোয়াক্কা করা হয়নি। তবে আমি বিশ্বাস করি, জনগণ ভোটের মাধ্যমেই এ অন্যায়ের উপযুক্ত জবাব দেবে।
পৈতৃক এলাকা ও নির্বাচনী সমীকরণ
রুমিন ফারহানা মূলত সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা হলেও তার পৈতৃক আদি নিবাস বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে। নতুন সীমানা বিন্যাসে ইসলামপুর ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রুমিন ফারহানার জন্য নির্বাচনী লড়াইয়ে বাড়তি শক্তি হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।
বাবার স্মৃতি ও রাজনৈতিক উত্তরাধিকার
রুমিন ফারহানার এ স্বতন্ত্র লড়াই তার বাবার স্মৃতিকেও সামনে নিয়ে আসছে। তার বাবা প্রখ্যাত ভাষা সৈনিক ও বর্ষীয়ান রাজনীতিবিদ অলি আহাদ ১৯৭৩ সালের নির্বাচনে কুমিল্লা-২ (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া-২ এর অংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। সে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের কাছে পরাজিত হলেও অভিযোগ রয়েছে যে, অলি আহাদকে পরিকল্পিতভাবে হারানো হয়েছিলো। দীর্ঘ ৫২ বছর পর মেয়ে রুমিন ফারহানাও একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বাবার সে অধরা জয়ের লক্ষ্যে নামছেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এ আবহে বিএনপির এ নেত্রীর স্বতন্ত্র লড়াই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী সমীকরণকে বেশ জটিল ও আকর্ষণীয় করে তুলেছে।
সবার দেশ/কেএম




























