‘লং স্ট্যান্ডিং পজিশন’ই অগ্রাধিকার
জামায়াত-এনসিপি জোটের অংশ হচ্ছি না: মাহফুজ আলম
জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট ঘোষণার পরপরই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, এ এনসিপির কোনও অংশে তিনি যুক্ত হচ্ছেন না। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, জামায়াত-এনসিপি জোটের পক্ষ থেকে ঢাকার একটি আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিলো, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এসব কথা জানান মাহফুজ আলম।
পোস্টে তিনি লেখেন, বিদ্যমান বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের প্রতি তার সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকবে, তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না। তাকে প্রার্থী হওয়ার কোনো প্রস্তাব দেয়া হয়নি—এমন দাবি সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ঢাকার কোনো একটি আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের নীতিগত অবস্থান ধরে রাখা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
জুলাই অভ্যুত্থানের সময়কার রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে মাহফুজ আলম বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিলো। গত দেড় বছরে তিনি প্রয়োজন অনুযায়ী পরামর্শ, নির্দেশনা এবং নীতিগত সহায়তা দিয়েছেন বলেও দাবি করেন। এনসিপিকে একটি ‘বিগ জুলাই আম্ব্রেলা’ হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে নানা কারণে তা সম্ভব হয়নি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ইতিহাসের এক ধরনের ‘শীতল যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে সাবেক এ উপদেষ্টা বলেন, এ সময়ে কোনও পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। তার মতে, বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।
তিনি আরও বলেন, গত দেড় বছরে যে অবস্থান ও নীতির কথা তিনি বলে এসেছেন, সেগুলো থেকে তিনি সরে আসবেন না। নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব এবং বাস্তব বলেও মন্তব্য করেন তিনি। তার বিশ্বাস, বিকল্প ও মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।
এ রাজনৈতিক যাত্রায় যারা তার সঙ্গে থাকতে চান, তাদের জন্য দরজা খোলা রয়েছে বলেও ফেসবুক পোস্টে জানান মাহফুজ আলম।
সবার দেশ/কেএম




























