Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ৪ জানুয়ারি ২০২৬

মান্নার মনোনয়ন বগুড়ায় বাতিল, ঢাকায় বৈধ

মান্নার মনোনয়ন বগুড়ায় বাতিল, ঢাকায় বৈধ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র নিয়ে দুই আসনে ভিন্ন সিদ্ধান্ত এসেছে। ঢাকা-১৮ আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও বগুড়া-২ আসনে জমা দেয়া মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার বগুড়া-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল করেন। সিদ্ধান্তের কারণ হিসেবে হলফনামায় একাধিক অসংগতির কথা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে—ফৌজদারি মামলার তথ্য উল্লেখ না করা, এফিডেভিট সম্পাদনের একদিন পর স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর নির্ধারিত ফরম দাখিল না করা।

অন্যদিকে শনিবার ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। সন্ধ্যায় এ সিদ্ধান্ত পাওয়ার পর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় মাহমুদুর রহমান বলেন, এ সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে হাজার শোকর আদায় করছি। এর আগে আমি একাধিকবার নির্বাচন করেছি, কিন্তু এমন কঠিন পরিস্থিতি কখনও দেখিনি। এবার প্রার্থী হতে গিয়ে আমাকে অত্যন্ত কষ্টকর একটি পথ পাড়ি দিতে হয়েছে।

বগুড়া-২ আসনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যেসব যুক্তিতে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেগুলো আইনগতভাবে খুবই তুচ্ছ। কোথাও তারিখ লেখার ভুল, কোথাও তথ্য দুই জায়গায় না লেখা—এ ধরনের বিষয় দেখিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী এ ধরনের ক্ষেত্রে সংশোধনের সুযোগ থাকে। অথচ সে সুযোগ না দিয়েই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি