Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫১, ২৭ জানুয়ারি ২০২৫

হ্যাটট্রিক জয়ে লড়াইয়ে থাকলো রাজশাহী

হ্যাটট্রিক জয়ে লড়াইয়ে থাকলো রাজশাহী
ছবি: সংগৃহীত

চার-ছক্কার এ যুগে ১১৮ রানের লক্ষ্যটা সহজই। তবে লক্ষ্য তাড়া করে জয় পেতেও বেগ পেতে হয়েছে দুর্বার রাজশাহীকে। আকবর আলী ও রায়ান বার্লের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পেয়েছে রাজশাহী। দলটি টানা তৃতীয় জয়টি পেয়েছে ১৯ বল হাতে রেখে।

জয়ের অর্ধেক কাজটা বোলাররা সেরে রাখলেও তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে রাজশাহী। ২২ রানে ৪ উইকেট হারানো দলটিকে তখন হার চোখ রাঙানি দিচ্ছিলো। শেষ পর্যন্ত তাসকিন আহমেদের দলকে পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে দেননি আকবর ও বার্ল। দুজনে মিলে পঞ্চম উইকেটে ৭৫ রানের জুটি গড়ে জয়ের স্বপ্ন দেখা সিলেটের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন তারা।

গ্রুপ পর্বের ১২ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলার স্বপ্ন জিইয়ে রাখল রাজশাহী। বর্তমানে তিনে থাকা দলটিকে অবশ্য অন্যদের হার কামনা করতে হবে। অন্যথা তাদের নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের মধ্যেকার এক দল শেষ চারে সুযোগ পাবে। ৯ ম্যাচে ১০ পয়েন্টে চার নম্বরে আছে কিংস। আর ১০ ম্যাচে ৮ পয়েন্টে ৫ নম্বরে খুলনা।

৪৩ রান করা উইকেটরক্ষক-ব্যাটার আকবর না পারলেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন বার্ল। ৪৮ রানে অপরাজিত থেকে দলকে হ্যাটট্রিক জয় এনে দিয়েছেন জিম্বাবুয়ের বাঁহাতি ব্যাটার। সর্বশেষ ম্যাচে পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি সতীর্থদের সঙ্গে মিরপুরে না আসা ৩০ বছর বয়সী ব্যাটার ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ৫ চারে। 

এর আগে সিলেটকে ১১৭ রানের বেশি করতে দেননি রাজশাহীর বোলাররা।

ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও এসএম মেহরাব। শুরুটা করেন সর্বশেষ ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা মৃত্যঞ্জয়। তার পেসের সামনে ১৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে সিলেট। চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে ধাক্কাটা কিছুটা সামলান জাকির হাসান (২৪) ও জাকের আলী অনিক (১৭)।

তবে ২ রানের ব্যবধানে দুজনে আউট হওয়ার পর বড় ধাক্কা খায় সিলেট। দ্রুত ৩ উইকেট হারিয়ে পরে দলটির সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৭২ রান। এতে শঙ্কা জাগে ১০০ রান হবে কিনা। নবম উইকেটে অবশ্য ৩৬ রানের জুটি গড়ে দলকে ১১৭ রান এনে দেন আহসান ভাট্টি ও সুমন খান। 

সুমনের ২০ রানে অপরাজিত ইনিংসের বিপরীতে দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করে আউট হন ভাট্টি। রাজশাহীর হয়ে ১৫ রানে ৪ উইকেট নেওয়া মেহরাবের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয়।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন