Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫, ২ জুন ২০২৫

তৃতীয় টি-টোয়েন্টিতেও হারল বাংলাদেশ

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ লিটনরা

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ লিটনরা
ছবি: সংগৃহীত

ইমন ও তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিলো বাংলাদেশ। কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হারিসের দুর্দান্ত সেঞ্চুরির সামনে সেটিও যথেষ্ট হলো না। শেষ ম্যাচেও হেরে সিরিজে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।

লাহোরে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেটে ১৯৬ রান। জবাবে মাত্র ১৮.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

বাংলাদেশের দেয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই মিরাজের বলে ফারহান ক্যাচ তুলে দিয়ে আউট হলেও দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস মিলে গড়েন ৯২ রানের জুটি। আইয়ুব ২৯ বলে করেন ৪৫ রান, কিন্তু হারিস ছিলেন পুরো ইনিংসের নায়ক।

মাত্র ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এবং শেষ পর্যন্ত ৪৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। চারে নেমে নেওয়াজ খেলেন ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস, আর অধিনায়ক সালমান আঘা করেন ১৫ রান।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মিরাজ ও তানজিম সাকিব।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দারুণ শুরু পায় ওপেনার তানজিদ হাসান ও পারভেজ ইমনের ব্যাটে। ইমন ৩৪ বলে করেন ৬৬ রান, তানজিদ করেন ৩২ বলে ৪২। হৃদয় ২৫ ও লিটন দাস করেন ২২ রান। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন হাসান আলি ও আব্বাস আফ্রিদি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

সবার দেশ/কেএম

সর্বশেষ