Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০০:৫৫, ১২ আগস্ট ২০২৫

জার্মানির বর্ষসেরা ফুটবলার ফ্লোরিয়ান ভির্টজ

জার্মানির বর্ষসেরা ফুটবলার ফ্লোরিয়ান ভির্টজ
ছবি: সংগৃহীত

জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন  নতুন মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টস। 

গত মাসে রেকর্ড ট্রান্সফার ফ্রি ১০০ মিলিয়ন পাউন্ডে বায়ান লেভারকুজেন ছেড়ে ইংলিশ ক্লাব লিভারপুলে পাড়ি জমিয়েছেন তরুণ জার্মান মিডফিল্ডার ভির্টস। তবে ইংলিশ দলে যাওয়ার আগেই দারুণ স্বকৃতি পেলেন তরুণ এই উদীয়মান ফুটবলার। 

ক্লাব এবং জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্সের কারণে জার্মানির বর্ষসেরা ফুটবলার খেতাব জিতেছেন তিনি। প্রথমবারের মতো এ স্বীকৃতি পাওয়া ভির্টজতের হাতে পুরস্কার তুলে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এবং দুইবার এ পুরস্কার জেতা টনি ক্রুস।

উচ্ছ্বসিত কণ্ঠে নতুন বিজয়ীকে সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বলেছেন, তোমার চেয়ে বেশি যোগ্য উত্তরসূরী আর কাউকে ভাবতেও পারি না। 

ভোটাভুটিতে ভির্টজের ধারেকাছেও ছিলেন না কেউ। ১৯১ ভোট পেয়ে সেরার খেতাব জয় করেন তিনি। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসের ভোট ৮১টি। এছাড়া ৭১ ভোট পেয়েছেন স্টুটগার্টের নিক ভোল্টেমেড, মৌসুম শেষে বায়ার্নে ২৫ বছরের অধ্যায়ের সমাপ্তি টানা থমাস মুলারের ভোট ৭০টি।

উল্লেখ্য ১৯৬০ সাল থেকে জার্মানির বর্ষসেরার পুরস্কার দেওয়া হচ্ছে। যা সর্বোচ্চ চারবার জিতেছেন কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

সবার দেশ/কেএম

সর্বশেষ