শোকস্তব্ধ ক্রিকেট অঙ্গন
ম্যাচ শেষে স্টেডিয়ামেই জাকির জানাজা
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজা অনুষ্ঠিত হয়েছে খেলার মাঠেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে বিকেলে (২৭ ডিসেম্বর) তার জানাজা সম্পন্ন হয়।
দুপুরে মাঠে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে তাকে সিলেটের একটি স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে তার লাশ আবার স্টেডিয়ামে আনা হয়। সেখানে সতীর্থ কোচ, খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রিকেট সংশ্লিষ্টদের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পরিবারের তত্ত্বাবধানে মাহবুব আলী জাকির লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়া হয়।
সকালে বিপিএলের ম্যাচ চলাকালীন এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়, অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাকি। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দীর্ঘদিন দেশের ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ অভিজ্ঞ কোচের আকস্মিক মৃত্যুতে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পুরো ক্রিকেট অঙ্গন শোকাহত। দলটির পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, মাহবুব আলী জাকির অকাল প্রয়াণে তারা গভীরভাবে মর্মাহত। তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এ ছাড়া জাকির পরিবারের সব ধরনের দায়িত্ব ও খরচ বহনের ঘোষণা দিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি, বিশেষ করে রাজশাহী ওয়ারিয়র্সও এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ক্রিকেট মাঠেই এক কোচের এমন বিদায় বাংলাদেশ ক্রিকেটে শোকের ছায়া ফেলেছে।
সবার দেশ/কেএম




























