আসন পুনর্বিন্যাস নিয়ে উত্তাল মেঘনা, দুই পক্ষ দুই পথে
মেঘনা উপজেলাকে নিয়েই ফের নতুন বিতর্কে কেন্দ্রবিন্দুতে এসেছে কুমিল্লা-২ ও কুমিল্লা-১ আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত ইস্যু। সম্প্রতি নির্বাচন কমিশনের প্রস্তাবিত খসড়া তালিকায় মেঘনাকে কুমিল্লা‑১ (দাউদকান্দি‑মেঘনা) আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তুলে ধরেছে, যা মেঘনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।