দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস উল্টে আগুনে পুড়ে নিহত ৪
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দাউদকান্দির বাণিয়াপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রামগামী সিবিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রথমে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় এবং মুহূর্তের মধ্যেই বাসে আগুন ধরে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসের ভেতর ও বাইরে থেকে হতাহতদের উদ্ধার করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষের পর পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর লাশ পাওয়া যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ররশাদ হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনজনের মরদেহ বাসের ভেতর থেকে এবং একজনের লাশ বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে তিনি জানান।
আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।
সবার দেশ/কেএম




























