Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:২৪, ২৫ ডিসেম্বর ২০২৫

আকাশপথে তারেক রহমান: লাইভ ট্র্যাকিং করবেন যেভাবে 

আকাশপথে তারেক রহমান: লাইভ ট্র্যাকিং করবেন যেভাবে 
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ফিরছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে রওনা হওয়া এ ফ্লাইটটির অবস্থান এখন বিশ্বের কোটি কোটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।

প্রযুক্তি ব্যবহার করে আপনি ঘরে বসেই রিয়েল-টাইমে দেখতে পারবেন তারেক রহমানকে বহনকারী বিমানটি এখন কোথায় আছে।

ফ্লাইটের বিস্তারিত তথ্য

তারেক রহমান ও তার পরিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট ‘BG 202’-এ চড়ে দেশে ফিরছেন। এই ফ্লাইটে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক Boeing 787-9 Dreamliner আকাশযান। ফ্লাইটটি সরাসরি ঢাকা আসার পথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি দেবে। এরপর বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

লাইভ ট্র্যাকিং করবেন যেভাবে

তারেক রহমানের ফ্লাইটের গতিপথ, বর্তমান অবস্থান, গতিবেগ এবং উচ্চতা সরাসরি দেখতে নিচের মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন:

  • Flightradar24.com: এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট। এর সার্চ বক্সে গিয়ে ‘BG202’ বা ‘Biman 202’ লিখে সার্চ করলেই ম্যাপের ওপর বিমানের লাইভ মুভমেন্ট দেখা যাবে।
  • FlightAware.com: এ পোর্টালেও ফ্লাইটের বর্তমান স্ট্যাটাস এবং অবতরণের সম্ভাব্য সময় প্রতি মুহূর্তে আপডেট করা হচ্ছে।
  • মোবাইল অ্যাপ: গুগল প্লে-স্টোর বা অ্যাপল স্টোর থেকে ‘Flightradar24’ অ্যাপটি ডাউনলোড করেও সহজেই ফোনের মাধ্যমে ট্র্যাকিং করা সম্ভব।

অবতরণ পরবর্তী কর্মসূচি

নিরাপত্তাজনিত কারণে শাহজালাল বিমানবন্দরে সাধারণ দর্শকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অবতরণের পর বিমানবন্দরের ভেতরেই তাকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দর থেকে বের হয়ে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত গণ-অভ্যর্থনায় যোগ দেবেন। সেখানে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

তারেক রহমানের এ স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও এর প্রবেশমুখগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ