১ ফেব্রুয়ারি থেকে বিমানের ঢাকা–ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ
ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যে সরাসরি ফ্লাইট আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে বিমানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতেই সাময়িকভাবে ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ রুটে আবার কবে থেকে ফ্লাইট চালু হবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট স্থগিত থাকলেও যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। এর আওতায় ঢাকা–লন্ডন–ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাতায়াত, ফ্লাইটের তারিখ পরিবর্তন অথবা টিকিট রিফান্ডের সুযোগ দেয়া হবে। এসব সুবিধা বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
এ বিষয়ে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডনের বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে এ রুটে একমাত্র বিমানই সরাসরি ফ্লাইট পরিচালনা করে আসছিলো।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধের গুঞ্জন ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। সে সময় বিষয়টি নিয়ে প্রবাসীদের বিক্ষোভও লক্ষ্য করা যায়।
সর্বশেষ এ সিদ্ধান্তে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের যাতায়াতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম




























