প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

জাতীয় নির্বাচনকে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে সবাইকে বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় নির্বাচন আয়োজন বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়। আমরা প্রত্যাশা করি, দেশি-বিদেশি সব পক্ষ আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের হাত ধরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ক্ষত এখনও তাজা। তারা আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর সংকুচিত করেছে এবং দীর্ঘ ১৫ বছর ধরে লুটপাট ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাষ্ট্রীয় সার্বভৌমত্বকেও প্রশ্নবিদ্ধ করেছে।
আরও পড়ুন <<>> আওয়ামী লীগ নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের নিরাপত্তা এবং জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা অপরিহার্য হয়ে উঠেছে।
নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ বারবার প্রহসনের নির্বাচন করেছে। তারা শুধু নির্বাচন ব্যবস্থাকেই নয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও ধ্বংস করেছে। এখন সে ধ্বংসস্তূপ থেকে আমাদের একটি নতুন পথ নির্মাণ করতে হবে।
প্রেস সচিব জানান, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে একটি ব্যাপক সংস্কার কর্মসূচিতে নিয়োজিত রয়েছে। আমরা একটি মুক্ত, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, — বলেন তিনি।
সবার দেশ/কেএম