Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ১৩ মে ২০২৫

৫৪ বছরে দুই বড় অর্জন- ৭১ আর ২৪: তারেক রহমান 

৫৪ বছরে দুই বড় অর্জন- ৭১ আর ২৪: তারেক রহমান 
ফাইল ছবি

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুটি অর্জন একাত্তর ও ২০২৪ সাল—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২ মে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন। সোমবার (১২ মে) রাতে বিএনপির মিডিয়া সেল সে বক্তব্য তাদের ফেসবুক পেজে প্রকাশ করে।

তারেক রহমান বলেন, ১৯৭১ সাল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর, আর ২০২৪ সাল ছিলো সে স্বাধীনতা রক্ষার বছর।

তিনি আরও বলেন, দিল্লির তাঁবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিন্ডি ত্যাগ করেনি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহি-জনতাও সে একই বার্তা দিয়েছিলো। গণতন্ত্রপ্রিয় জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে, পতিত এক স্বৈরাচার বাংলাদেশকে দীর্ঘ দেড় দশক তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিলো।

তারেক রহমানের এ বক্তব্য স্পষ্টভাবে ২০২৪ সালের জাতীয় নির্বাচন এবং বর্তমান সরকারের বৈধতা নিয়ে রাজনৈতিক বার্তা বহন করে।

তিনি বলেন, আজকের বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত হোক এমন, যাতে তাঁবেদার অপশক্তি আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

সবার দেশ/কেএম