সৌদি প্রো লিগে উড়ন্ত পারফরম্যান্স, প্রতিপক্ষকে ধুলিসাৎ
৯-০! রোনালদো ছাড়াই আল নাসরের দুর্দান্ত জয়

সৌদি প্রো লিগে সোমবার রাতের ম্যাচে ইতিহাস গড়লো সৌদি ক্লাব আল নাসর। প্রিন্স হাতলুল বিন আবদুলআজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল আখদুদের বিপক্ষে ৯-০ গোলে জয় পেয়েছে রোনালদোদের দল, তাও আবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই!
ক্লাব ইতিহাসে সর্বোচ্চ গোলের জয়
এ জয় আল নাসরের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে ২০২৩ মৌসুমে আবহা ক্লাবের বিপক্ষে ৮-০ ছিল তাদের সবচেয়ে বড় জয়। এবার সে রেকর্ড ছাড়িয়ে গেল ৯-০ গোলের বিধ্বংসী পারফরম্যান্স।
রোনালদো ছুটিতে, আল নাসর অন ফায়ার!
ম্যাচে ছিলেন না দলের পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ স্টেফানো পিওলি জানিয়েছেন, শারীরিক ক্লান্তির কারণে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে রোনালদোর অনুপস্থিতিতে একটুও থামেনি আল নাসরের গতি – বরং আরও বেপরোয়া হয়ে উঠেছে তারা।
গোল উৎসবের নায়করা
- ১৬’: ম্যাচের প্রথম গোল করেন আইমান ইয়াহিয়া
- ৩০’ মিনিটের মধ্যে: জন ডুরান ও মার্সেলো ব্রোজোভিচ আরও দুটি গোল করে ৩-০
- ৪৫+’: সাদিও মানে পেনাল্টি থেকে গোল করে প্রথমার্ধে ৪-০
- দ্বিতীয়ার্ধে: ডুরানের দ্বিতীয় গোল
- এরপর: সাদিও মানের হ্যাটট্রিক (ম্যাচে মোট ৪ গোল)
- শেষদিকে: মোহাম্মদ মারান পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন করেন ৯-০
পয়েন্ট টেবিলের অবস্থান
এই জয়ে ৩১ ম্যাচে আল নাসরের সংগ্রহ ৬৩ পয়েন্ট। তারা উঠে এসেছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। যদিও শিরোপা দৌড়ে তারা অনেকটাই ছিটকে পড়েছে, তবে এমন জয় ভবিষ্যতের জন্য বার্তা বয়ে এনেছে।
সংক্ষিপ্ত তথ্য:
- সর্বোচ্চ জয়: ৯-০ (নতুন রেকর্ড)
- সাদিও মানে: ৪ গোল (১ পেনাল্টি), হ্যাটট্রিক
- রোনালদো: বিশ্রামে, স্কোয়াডে ছিলেন না
- দলীয় গোলদাতা: আইমান, ডুরান (২), ব্রোজোভিচ, মানে (৪), মারান
ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি ছাড়াও যে আল নাসর ভয়ঙ্কর, তা আরও একবার প্রমাণিত হলো এ ম্যাচে। দুর্দান্ত টিমওয়ার্ক, গোলবন্যা আর আগ্রাসী ফুটবলে তারা বুঝিয়ে দিল, শিরোপা না পেলেও প্রতিপক্ষকে কাবু করার দম এখনো শেষ হয়নি।
সবার দেশ/কেএম