স্তব্ধ নেতাকর্মী ও সাধারণ মানুষ
বেগম খালেদা জিয়ার শোকে মুহ্যমান সারাদেশ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সারা দেশকে শোকে ভেঙে দিয়েছে। তার প্রয়াণে দেশের সব শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত শোকবার্তা ও স্মৃতিচারণে উঠে আসছে তার আপসহীন নেতৃত্ব ও সংগ্রামী জীবনের নানা দিক।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। মৃত্যুর খবরের পর অনেক কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিএনপি’র সারা দেশের নেতাকর্মীরা শোকাহত হয়েছেন। এভারকেয়ার হাসপাতালের সামনে শুরু থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। গুলশানের কার্যালয়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশের দলীয় কার্যালয়গুলোতেও নেতাকর্মীরা দোয়া, মোনাজাত ও কোরআন খতমের আয়োজন করেছেন।
দেশের প্রায় সব রাজনৈতিক দল খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বিরোধী দলের নেতাকর্মীরাও তার রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের প্রশংসা করেছেন। এমনকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক শোক প্রকাশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার ফেসবুক পোস্টে লিখেছেন, বেগম খালেদা জিয়া-পরম শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য নাম। কোটি কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী। আমি ও আমার পরিবারের পক্ষ থেকে এ মহীয়সী নারীর আত্মার মাগফেরাত কামনা করছি।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহও ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ খালেদা জিয়া আজ সকালে মারা গেছেন। তার আত্মার শান্তি কামনা করি।
প্রথম সংবাদ প্রচারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জনস্রোত বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, রাজনীতি করতে গিয়ে নিজের এক ছেলেকে হারিয়েছেন, আরেক ছেলেকে ১৭ বছর দেখতে পারেননি। রাজনীতির কারণে হারিয়েছেন স্বামীকে। এত কঠিন সময় পার করেছেন তবুও নিজের দেশ ছাড়েননি। চিরবিদায় হে দেশনেত্রী। আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বাংলাদেশের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে আজীবন।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, তার প্রয়াণে দেশ হারালো এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনী ও শ্বশুরবাড়ি বগুড়ায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে। এছাড়া সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে তার জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে।
সবার দেশ/কেএম




























