Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১, ১৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:০২, ১৩ জানুয়ারি ২০২৬

২০২৬ সালে কোন পথে ধনীদের বিনিয়োগ অভিবাসন

বদলাচ্ছে ইউরোপের গোল্ডেন ভিসা মানচিত্র

বদলাচ্ছে ইউরোপের গোল্ডেন ভিসা মানচিত্র
ছবি: সংগৃহীত

বিশ্বের ধনী ও উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির কাছে ‘গোল্ডেন ভিসা’ এখন আর শুধু একটি বিকল্প ভিসা নয়; এটি নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নত জীবনমান নিশ্চিত করার একটি কৌশল। ২০২৫ সাল সে বাস্তবতাকে আরও স্পষ্ট করে দিয়েছে। কোথাও কর্মসূচি বন্ধ, কোথাও শর্ত কঠোর, আবার কোথাও নতুন করে দরজা খুলে দেয়া—সব মিলিয়ে গোল্ডেন ভিসা নীতিতে বড় ধরনের রদবদল এসেছে।

বিশ্লেষকদের মতে, ২০২৫ ছিলো পরিবর্তনের প্রস্তুতির বছর। আর ২০২৬ হতে যাচ্ছে গোল্ডেন ভিসা দুনিয়ার এক নতুন অধ্যায়, যেখানে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত আগের যেকোনও সময়ের চেয়ে বেশি কৌশলনির্ভর হয়ে উঠবে।

ইউরোপে বন্ধ দরজা, বদলে যাওয়া হিসাব

২০২৫ সালে ইউরোপের গোল্ডেন ভিসা বাজারে বড় ধাক্কা আসে স্পেনের সিদ্ধান্তে। দীর্ঘদিন ধরে চালু থাকা গোল্ডেন ভিসা কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেয় দেশটি। এর ফলে বিনিয়োগকারীদের দৃষ্টি সরে গিয়ে মূলত পর্তুগাল ও গ্রিসের দিকে কেন্দ্রীভূত হয়।

দীর্ঘদিন ধরেই পর্তুগাল ছিলো গোল্ডেন ভিসার শীর্ষ গন্তব্য। মনোরম আবহাওয়া, ইউরোপজুড়ে অবাধ ভ্রমণের সুযোগ, শান্ত জীবনধারা এবং তুলনামূলক স্থিতিশীল অর্থনীতির কারণে দেশটি বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ২০২৫ সালে আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট পর্তুগালকে ‘ইকোনমি অব দ্য ইয়ার’ ঘোষণা করায় দেশটির জনপ্রিয়তা আরও বেড়ে যায়।

তবে অক্টোবর মাসে নেয়া এক সিদ্ধান্ত অনেক বিনিয়োগকারীর স্বপ্নে ছেদ ফেলে। নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়। এর সঙ্গে যুক্ত হয় প্রশাসনিক জটিলতা, ফলে পুরো প্রক্রিয়া শেষ হতে এক দশকেরও বেশি সময় লাগার আশঙ্কা দেখা দেয়। এ পরিবর্তনের পর বহু বিনিয়োগকারী বিকল্প দেশ খোঁজার দিকে ঝুঁকতে শুরু করেন।

গ্রিস: নীরবে শক্ত অবস্থান

এ পরিস্থিতিতে নীরবে সামনে চলে আসে গ্রিস। দীর্ঘ সমুদ্রসৈকত, শত শত দ্বীপ, বছরের বেশির ভাগ সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং তুলনামূলক কম খরচে মানসম্মত জীবনযাপনের সুযোগ গ্রিসকে ভূমধ্যসাগরীয় স্বপ্নের ঠিকানায় পরিণত করেছে।

গোল্ডেন ভিসাধারীদের জন্য গ্রিসে নাগরিকত্বের পথও তুলনামূলক সহজ। সেখানে সাত বছর বৈধভাবে বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়, যা অনেক ইউরোপীয় দেশের চেয়ে কম সময়সাপেক্ষ।

ইতালি: ধীরগতির কিন্তু স্থিতিশীল অগ্রগতি

একই সময়ে ইতালি ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসকারী অনেক মানুষ ইতালির দিকে ঝুঁকছেন। এর অন্যতম কারণ ব্রিটেনে কর ব্যবস্থায় সাম্প্রতিক বড় পরিবর্তন।

পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে ইতালির গোল্ডেন ভিসার আবেদন ছিলো মাত্র ৮টি। কিন্তু ২০২৫ সালের শেষে এসে সে সংখ্যা বেড়েছে প্রায় ৬৩ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, কর সুবিধা ও জীবনযাত্রার মান ইতালিকে ভবিষ্যতে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।

মাল্টা নিয়ে বিতর্ক ও আইনি ধাক্কা

২০২৫ সালের মে মাসে ইউরোপীয় আদালতের এক রায়ে বড় ধাক্কা খায় মাল্টা। আদালত দেশটির গোল্ডেন পাসপোর্ট কর্মসূচিকে অসাংবিধানিক ঘোষণা করে। রায়ে বলা হয়, সরাসরি টাকার বিনিময়ে নাগরিকত্ব দেয়া ইউরোপীয় ইউনিয়নের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

এ রায়ের পর শুধু মাল্টাই নয়, পুরো গোল্ডেন ভিসা ধারণাই নতুন করে সমালোচনার মুখে পড়ে। সমালোচকদের মতে, এসব কর্মসূচি ধনী ও সাধারণ মানুষের মধ্যে বৈষম্য বাড়ায় এবং নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে।

ইউরোপের বাইরে বড় চমক নিউজিল্যান্ড

ইউরোপে যখন অনিশ্চয়তা বাড়ছে, ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড ২০২৫ সালে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনে চমক দেখিয়েছে। দেশটি গোল্ডেন ভিসা কর্মসূচি থেকে ইংরেজি ভাষার বাধ্যবাধকতা তুলে নেয় এবং নতুন বিনিয়োগ প্যাকেজ চালু করে।

এ ছাড়া ডিজিটাল নোম্যাডদের জন্যও আলাদা ভিসা চালু করেছে নিউজিল্যান্ড, যেখানে মাসিক আয়ের কোনও নির্দিষ্ট শর্ত নেই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সাল থেকেই গোল্ডেন ভিসাধারীরা আবার দেশটিতে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন।

নিরাপদ সমাজ, উন্নত জীবনমান ও কর সুবিধার কারণে অনেক মার্কিন নাগরিকের কাছেই নিউজিল্যান্ড এখন একটি বাস্তব বিকল্প গন্তব্য হয়ে উঠেছে।

২০২৬ সালে কোন পথে গোল্ডেন ভিসা

বিশেষজ্ঞদের মতে, গোল্ডেন ভিসা কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কার কারণ নেই। অনেক সরকারের জন্য এটি অল্পসংখ্যক মানুষের কাছ থেকে বড় অঙ্কের রাজস্ব আয়ের একটি কার্যকর উপায়। অন্যদিকে ধনী দেশগুলোর নাগরিকদের মধ্যেও দ্বিতীয় নাগরিকত্ব বা বসবাসের আগ্রহ বাড়ছে।

রাজনৈতিক অনিশ্চয়তা, স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি, অবসরের পর শান্ত জীবনের আকাঙ্ক্ষা—সব মিলিয়ে অনেকেই এখন দ্বিতীয় দেশের কথা ভাবছেন। ২০২৫ সালে এ প্রবণতা স্পষ্টভাবে বেড়েছে এবং ২০২৬ সালে তা আরও গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমান বাস্তবতায় ইউরোপের ভেতরে গ্রিস ও ইতালি এবং ইউরোপের বাইরে নিউজিল্যান্ডই গোল্ডেন ভিসা আলোচনার কেন্দ্রে রয়েছে।

গোল্ডেন ভিসা এখন আর নিছক বিলাসিতা নয়; এটি ভবিষ্যতের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নত জীবনমান বেছে নেয়ার একটি গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে।

সূত্র: ফোর্বস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি