Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭, ১৩ ডিসেম্বর ২০২৫

আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইনের বিস্ফোরক দাবি

ভারত থেকে ৮০ জন আততায়ী অনুপ্রবেশ করেছে দেশে

ভারত থেকে ৮০ জন আততায়ী অনুপ্রবেশ করেছে দেশে
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সীমান্ত পেরিয়ে সমন্বিত সন্ত্রাসী অনুপ্রবেশের গুরুতর অভিযোগ তুলেছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। 

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন—পার্শ্ববর্তী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন প্রশিক্ষিত আততায়ীকে বিভিন্ন সীমান্তপথ দিয়ে বাংলাদেশে ঢুকিয়েছে।

জুলকারনাইন লিখেছেন, 

আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া–মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপগুলো এক হয়ে নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থী, কেন্দ্রীয় নেতা এবং জনপ্রিয় ব্যক্তিত্বকে টার্গেট করে হত্যাকাণ্ড ও সহিংসতার পরিকল্পনা চূড়ান্ত করেছে।

তার দাবি মতে, 

এ পরিকল্পনার নেতৃত্বে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা—যিনি দীর্ঘদিন ধরে সুব্রত বাইনের হ্যান্ডলার হিসেবে পরিচিত। ওই কর্মকর্তা, জামিনে থাকা পিচ্চি হেলাল এবং চরমপন্থী সংগঠন ‘গণমুক্তি ফৌজ’-এর প্রধান মুকুল সম্প্রতি টেলিফোন কনফারেন্সে এসব হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।

জুলকারনাইন আরও জানান, কারাগারে থাকা সুব্রত বাইন তার মেয়ের মোবাইল ফোনের মাধ্যমে পিচ্চি হেলাল এবং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত মুকুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পরে সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাঈদ ও দিপুর মধ্যেও যোগাযোগ করিয়ে দেন বলে দাবি করেন তিনি।

তার ভাষায়, নির্বাচন বানচাল এবং দেশকে অস্থিতিশীল করতে বিশেষ একটি গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একতাবদ্ধ প্রতিরোধই এ নাশকতাকারীদের মোকাবেলার একমাত্র পথ।

নির্বাচনকে ঘিরে এমন সংবেদনশীল ও ভয়াবহ অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা