Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ১৩ ডিসেম্বর ২০২৫

শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী

শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি নিজেই শ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন মঞ্চ ২৪–এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তার ভাষ্য অনুযায়ী, হাদির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ফাহিম ফারুকী। তিনি বলেন, চিকিৎসকরা এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের তুলনায় হাদির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

পরিবারের বরাত দিয়ে ফাহিম ফারুকী জানান, শরীফ ওসমান হাদি এখন নিজে নিজেই শ্বাস নিতে পারছেন এবং প্রয়োজনীয় রক্তও গ্রহণ করতে পারছেন। তবে পরিস্থিতি এখনও আশঙ্কামুক্ত নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নেয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। হাদির কানের বাম পাশে এক রাউন্ড গুলি লাগে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপি, এনসিপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং হাদির সমর্থকেরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় বিভিন্ন মহল থেকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা