আলোচনায় চলমান রাজনৈতিক সংকট
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রতিনিধি দল। শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা জানান, বৈঠকে তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দুজন করে প্রতিনিধি অংশ নেন। দেশের চলমান সংকট, রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর পক্ষে অংশ নেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো না হলেও রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন-সংক্রান্ত পরিস্থিতি এবং সমঝোতার পথ খোঁজার মতো ইস্যুগুলো আলোচনায় উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























