Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ৬ মে ২০২৫

জাতীয় বাজেটের আগে তরুণদের সোচ্চার মানববন্ধন

তামাক পণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি

তামাক পণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি
ছবি: সবার দেশ

২০২৫-২৬ অর্থবছরের প্রাক্কালে তামাকজাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধির জোর দাবি জানিয়েছে তামাকবিরোধী তরুণ ফোরাম। 
মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী মৈত্রীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ দাবি উত্থাপন করেন।

ফোরামের বক্তারা বলেন, বর্তমানে চার স্তরের সিগারেট কর কাঠামো (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) কার্যকরভাবে ভোক্তা নিয়ন্ত্রণে ব্যর্থ। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দামের ব্যবধান এতটাই কম যে, একজন ধূমপায়ী সহজেই এক স্তর থেকে অন্য স্তরে চলে যেতে পারেন—ফলে কর কাঠামোর উদ্দেশ্যই ব্যর্থ হচ্ছে।

নারী মৈত্রীর প্রোজেক্ট কো-অর্ডিনেটর নাসরিন আক্তার বলেন, তামাকজাত পণ্যের সহজলভ্যতা তরুণ প্রজন্ম ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভয়ানক হুমকি। নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একত্রিত করে যদি দাম বাড়ানো হয়, তাহলে ধূমপান নিরুৎসাহিত করা যাবে।

মানববন্ধনে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি’ এইস্লোগান সামনে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। বক্তারা বলেন, এবার বাজেটে তামাক নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দেয়া হবে।

সবার দেশ/কেএম