Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ২৫ নভেম্বর ২০২৫

ভয়াবহ আগুনে পুড়ে হাজারো ঘর ছাই

তিন ঘণ্টা পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ব্যর্থ ১৯ ইউনিট

তিন ঘণ্টা পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ব্যর্থ ১৯ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে লাগা আগুন তিন ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। রাত সাড়ে ৮টার পরও বস্তির বিভিন্ন প্রান্তে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর প্রথমে সাতটি ইউনিট পাঠানো হয়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ধাপে ধাপে ইউনিট বাড়ানো হয়—সন্ধ্যা সাড়ে ৬টার সময় ইউনিট বাড়িয়ে করা হয় ১৬টি, পরে আরও তিনটি ইউনিট যোগ হয়ে মোট ১৯টি ইউনিট স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তীব্র আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বস্তির বাসিন্দাদের মাঝে। ঘরবাড়ি ও অল্পকিছু সম্পদ রক্ষার চেষ্টায় অনেকেই ছুটোছুটি করেন, কেউ কেউ হতবাক হয়ে চোখের সামনে সবকিছু পুড়ে যেতে দেখেন।

এখনও পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাবও জানা যায়নি।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান–বনানীর লাগোয়া প্রায় ৯০ একর জায়গাজুড়ে বিস্তৃত কড়াইল বস্তিতে প্রায় ১০ হাজার ঘর। ঘনবসতির কারণে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে এখানে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে আগুনে ডজনখানেক ঘর পুড়ে যায়। গত বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরেও ভয়াবহ দুটি আগুন লাগে বস্তিটিতে।

মঙ্গলবারের আগুনটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগতে পারে।

সবার দেশ/কেএম

সর্বশেষ