Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৭, ১০ মে ২০২৫

তদন্তে নামলো সিআইডি, সন্দেহ হত্যাকাণ্ড

মিরপুরে দুই বোনের গলা কাটা লাশ উদ্ধার

মিরপুরে দুই বোনের গলা কাটা লাশ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় রক্তাক্ত অবস্থায় গলা কাটা দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই বোন— মরিয়ম ওরফে বেবী (৬১) এবং সুফিয়া বেগম (৪৫)—দীর্ঘ ২০ বছর ধরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের বাবার বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শুক্রবার রাতে মেট্রো স্টেশন সংলগ্ন ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত মরিয়মের মেয়ে নুসরাত জাহান বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকে মা ও খালার রক্তাক্ত নিথর দেহ দেখতে পান। এরপর তিনি দ্রুত ৯৯৯-এ ফোন করেন।

পুলিশের প্রাথমিক ধারণা: পরিকল্পিত হত্যা

ডিএমপির মিরপুর জোনের এসি মো. মিজানুর রহমান বলেন, দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি আমরা হত্যাকাণ্ড বলেই দেখছি। নিহত সুফিয়া বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন বলেও জানিয়েছে পরিবার।

ঘটনাস্থলে সিআইডি, চলছে তদন্ত

ক্রাইম সিন ইউনিট ইতোমধ্যে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে। তদন্তে কাজ করছে সিআইডিসহ একাধিক গোয়েন্দা সংস্থা। ফ্ল্যাটের নিরাপত্তা, প্রবেশ-প্রস্থান সংক্রান্ত তথ্য, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পরিচিতজন, না কি বাইরের কেউ?

পুলিশ বলছে, ফ্ল্যাটে ঢোকার কোনো চিহ্ন নেই, দরজা তালাবদ্ধ ছিলো বাইরে থেকে। ফলে হত্যাকারী হয়তো পরিচিত কেউ—এমন সন্দেহ থেকে তদন্ত চলছে। ওসি মো. সাজ্জাদ রুমন জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। আসল তথ্য উদঘাটনে আমরা কাজ করছি

প্রশাসকের বাড়িতেই খুন!

এ ঘটনায় সচিবের পারিবারিক ভবনে হত্যাকাণ্ড ঘটায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনের উচ্চপর্যায়ের কেউ এ ঘটনায় কিছু বলবেন কি না, সেটিও এখন দেখার বিষয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: