Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৭, ১০ মে ২০২৫

আপডেট: ০২:৫৭, ১০ মে ২০২৫

আন্দোলন ছড়িয়েছে সারাদেশে

আওয়ামী লীগ নিষিদ্ধে জেগে আছে শাহবাগ

আওয়ামী লীগ নিষিদ্ধে জেগে আছে শাহবাগ
ছবি: সংগৃহীত

ঢাকার শাহবাগ আবারও রূপ নিয়েছে গণআন্দোলনের চত্বরে। শুক্রবার দিবাগত রাত (১০ মে) জুড়ে স্লোগান আর প্রতিবাদের গর্জনে কাঁপে শাহবাগ। কেন্দ্রীয় দাবি—‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করো’।

‘গণহত্যাকারীদের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না’

শাহবাগের রাজপথে রাতভর অবস্থান নেয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক। কেউ হাতে জাতীয় পতাকা, কেউ ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’ লেখা ব্যানার। আন্দোলনের স্পিরিট ধরে রাখতে বড় স্ক্রিনে প্রদর্শিত হয় শেখ হাসিনার শাসনামলের গুম-খুন, নির্যাতনের প্রামাণ্যচিত্র।

জনতা স্মরণ করে ২০১৮, ২০১৪, এমনকি ২০০৯-এ ঘটে যাওয়া দমন-পীড়নের ইতিহাস। রাত যত গভীর হয়, প্রতিবাদের সুর ততই তীব্র হয়।

এনসিপি’র নেতৃত্বে তিন দফা দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন তিন দফা দাবি—

  • আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা,
  • দলটির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার**,
  • ঘোষিত জুলাই-ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন।

তিনি জানান, এ দাবিগুলো মানা না হলে আন্দোলন থামবে না। শনিবার (১০ মে) ঢাকা জুড়ে গণজমায়েত ও লাগাতার ব্লকেড কর্মসূচি চলবে।

শাহবাগ ছাড়িয়ে সারা দেশে?

রাতেই ফেসবুক পোস্টে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্কবার্তা দেন— দ্রুত সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।

এদিকে বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। শুক্রবার সকালে সেই বিক্ষোভ রূপ নেয় শাহবাগ অবরোধে। বিকেল সাড়ে ৪টায় ছাত্র-জনতা শাহবাগ মোড়ে বসে পড়ে। রাজপথজুড়ে তখন একটাই আওয়াজ— ‘শেখ হাসিনার বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।.

সবার দেশ/কেএম