Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৩, ১৩ মে ২০২৫

৪ লক্ষাধিক থ্যালাসেমিয়া রোগীর পাশে কোয়ান্টাম

৪ লক্ষাধিক থ্যালাসেমিয়া রোগীর পাশে কোয়ান্টাম
ছবি: সবার দেশ

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের মাধ্যমে দুই দশকে ৪ লক্ষাধিক থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। ২০০০ সালে যাত্রা শুরু করে এ পর্যন্ত কোয়ান্টাম ল্যাব মোট ১৭ লক্ষাধিক মুমূর্ষু রোগীকে রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করেছে বলে জানানো হয়েছে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানে।

রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান। এতে জানানো হয়, এপ্রিল ২০২৫ পর্যন্ত কোয়ান্টাম সংগৃহীত রক্তের প্রায় চার ভাগের এক ভাগ—অর্থাৎ ৪ লক্ষাধিক ইউনিট—থ্যালাসেমিয়া রোগীদের জন্য সরবরাহ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। রক্তদানের মহান সেবাকে স্বীকৃতি দিতে কমপক্ষে ৩ বার রক্তদান করে ‘লাইফ লং’, ১০ বার রক্তদানে ‘সিলভার’, ২৫ বার ‘গোল্ডেন’ এবং ৫০ বার রক্তদান করে ‘প্লাটিনাম’ ক্লাবের সদস্য হওয়া তিন শতাধিক রক্তদাতাকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে রক্তদাতাদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন ২৫ বারের গোল্ডেন রক্তদাতা শফিউর রহমান সাইফ এবং লাইফ লং রক্তদাতা সামিয়া হক তৃষা। পাশাপাশি নিয়মিত রক্তগ্রহীতা ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত আসিফা আহসান তুলে ধরেন রক্ত পাওয়ার পর জীবনের প্রতি নতুন আশার কথা।

অনুষ্ঠানে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান। 

বক্তারা বলেন, রক্তদানের মতো মহৎ সেবার প্রতিদান মানুষের পক্ষে দেয়া সম্ভব নয়। এটি এক সদকায়ে জারিয়া, যার উত্তম প্রতিদান একমাত্র স্রষ্টাই দিতে পারেন।

কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহীদ আল বোখারী মহাজাতক-এর পক্ষ থেকেও স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আলোচকরা বলেন, দেশের রক্তচাহিদা পূরণে আরও তরুণদের এগিয়ে আসতে হবে, কারণ রক্তদান শুধু জীবন বাঁচায় না—মানবতার জয়গানও গায়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: