Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ১৪ মে ২০২৫

আপডেট: ১৭:৫৭, ১৪ মে ২০২৫

ঘোষণা ছাড়াই হঠাৎ সড়কে নেমে আসে শত-শত শিক্ষার্থী

নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

আজ বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন দেশের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা ছাড়াই এমন আকস্মিক কর্মসূচিতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ চৌরাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি যানবাহনও আটকে পড়ে শাহবাগ ও সংলগ্ন রাস্তাগুলোতে।

কী চাই শিক্ষার্থীদের?

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি —এ দুই কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে এ আন্দোলন চলছে। শিক্ষার্থীদের দাবি, উচ্চমাধ্যমিক পাসের পর তিন বছর মেয়াদি এ কোর্স দুটি করার পরও তাদের সার্টিফিকেটে ‘ডিপ্লোমা’ লেখা হয়, ফলে চাকরি ও উচ্চশিক্ষায় তারা বারবার বঞ্চিত হন।

তারা বলছেন, এ কোর্সের মেয়াদ, সিলেবাস, প্র্যাকটিক্যাল ও পেশাগত চাপ স্নাতক পর্যায়ের সমান। অথচ সার্টিফিকেটে ডিপ্লোমা লেখা থাকায় আমরা নানাভাবে বঞ্চিত হচ্ছি।

আন্দোলনের গতিপথ

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাহবাগ এলাকায় সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। তবে শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে অবরোধে যান এবং পুরো শাহবাগ মোড় দখলে নেন।

এক শিক্ষার্থী বলেন, আমরা বহুদিন ধরে মানববন্ধন, স্মারকলিপি দিয়ে দাবি জানিয়ে আসছি। কিন্তু কেউ কানে নেয়নি। আজ বাধ্য হয়েই আমরা শাহবাগে বসেছি।

 

 

 

পুলিশ পরিস্থিতি সামলাতে ব্যস্ত

শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এখনও কোনো ধরণের সংঘর্ষ হয়নি। তবে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যান চলাচল নিয়ন্ত্রণে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিচ্ছে।

এক কর্মকর্তা জানান, ছাত্ররা হঠাৎ করেই রাস্তা অবরোধ করেছে। আমরা সংলাপের চেষ্টা করছি যাতে তারা শান্তিপূর্ণভাবে ফিরে যায়।

রাজধানীজুড়ে প্রভাব

শাহবাগ মোড় অবরোধের ফলে শাহবাগ-ধানমন্ডি, শাহবাগ-মতিঝিল, শাহবাগ-নীলক্ষেতসহ ঢাকার কেন্দ্রস্থলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ, হাসপাতালের রোগীসহ সবাই ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

পরিস্থিতি এখনও উত্তাল। আন্দোলনকারীরা শাহবাগ ছাড়ার কোনো ইঙ্গিত দেননি। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোন আশ্বাস বা ঘোষণা আসেনি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: