সাংবাদিক কর্মশালায় বক্তারা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের আহ্বান
দেশে দ্রুত বাড়ছে উচ্চ রক্তচাপ ও অন্যান্য অসংক্রামক রোগ, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় এ আহ্বান জানানো হয়। কর্মশালার আয়োজন করে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায়। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ২৬ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, অসংক্রামক রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে সরকারের ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। বক্তারা এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন। বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ, যার মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম।
আলোচকরা বলেন, উচ্চ রক্তচাপের প্রকোপ নিয়ন্ত্রণে দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ জন্য টেকসই অর্থায়নের পাশাপাশি কার্যকর অপারেশনাল প্ল্যান বাস্তবায়নের ওপর জোর দেয়া হয়। বক্তারা আরও বলেন, সরকার চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছে, তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা আরও বেশি।
স্বাস্থ্য অধিদফতরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) লাইন ডিরেক্টর ডা. মুহাম্মদ হাবিবুর রহমান জানান,
সারাদেশে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। অপারেশনাল প্ল্যান পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় সাময়িক অসুবিধা হয়েছে, তবে খুব শিগগিরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা হবে।
কর্মশালায় আলোচনায় অংশ নেন স্পটলাইটনিউজ২৪-এর সম্পাদক মোর্শেদ নোমান, জিএইচএআই-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মা’র কনভেনর লিটন হায়দার, কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা দেন প্রজ্ঞার পরিচালক মো. শাহেদুল আলম ও কো-অর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।
সবার দেশ/কেএম




























