Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৪, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:০৮, ২১ নভেম্বর ২০২৫

বংশালে ভবনের রেলিং ভেঙে প্রাণহানি

রাজধানীতে ভূমিকম্পে তিনজন নিহত

রাজধানীতে ভূমিকম্পে তিনজন নিহত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের পর বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে অন্তত তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে বংশাল থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কসাইতলীর একটি পাঁচতলা ভবনের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়ে তিন পথচারী ঘটনাস্থলেই মারা যান।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তীব্র কম্পন অনুভূত হয়। বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া, দেয়ালে ফাটল, আসবাবপত্র নড়ে ওঠাসহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তাদের এলাকা থেকে আতঙ্কের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেকেন্ড ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় এবং রিখটার স্কেলে মাত্রা ছিলো ৫ দশমিক ৭। অগভীর উৎসের কারণে কম্পন ঢাকার বাইরে দেশের বিভিন্ন বিভাগেও ছড়িয়ে পড়ে।

রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। টলমল ভবন, কাঁপতে থাকা বৈদ্যুতিক খুঁটি ও ঝাঁকুনিতে অনেক স্থানে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়।

কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি জানান, আমরা ৭ তলায় থাকি। হঠাৎ ভবন দুলতে শুরু করে, জিনিসপত্র পড়ে যায়। শব্দ হচ্ছিলো খুব জোরে। আমরা দ্রুত নিচে নামতে শুরু করি। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সুশান্ত দাস বলেন, হঠাৎ দেখি বৈদ্যুতিক খুঁটি প্রচণ্ড কাঁপছে। মনে হচ্ছিলো তার ছিঁড়ে পড়বে। সবাই চিৎকার করতে করতে নিচে নেমে আসে।

দেশের বিভিন্ন জেলা—গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, যশোর, দিনাজপুর, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, ফেনীসহ অসংখ্য এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সময় সংবাদের প্রতিনিধিরা জানিয়েছেন।

দেশের বাইরে ভারতেও এ ভূমিকম্প স্পষ্টভাবে টের পাওয়া গেছে। এনডিটিভির তথ্য অনুযায়ী, কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কাঁপন অনুভূত হয়। পাকিস্তানের কিছু অংশেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে জরুরি উদ্ধারকারী সংস্থাগুলো কাজ শুরু করেছে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি