Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪২, ১২ ডিসেম্বর ২০২৫

ডিএনসিসির ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ডিএনসিসির ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফিরছিলেন দুই তরুণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। কিন্তু বাড়ি ফেরা হয়ে উঠল নির্মম মৃত্যুযাত্রা। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই দুই শিক্ষার্থী প্রাণ হারান।

দুর্ঘটনাটি ঘটে ভোর ৪টার দিকে ডেমরার কোনাপাড়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—ইরাম রেদওয়ান (২৫) এবং অপু আহমেদ (২৫)। ইরাম পড়ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) এবং অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসা বন্ধু তাওসিফ জানান, রাতে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। কোনাপাড়া এলাকায় পৌঁছালে ডিএনসিসির ময়লার গাড়িটি তাদের মোটরসাইকেলে সরাসরি ধাক্কা দেয়। এতে তারা দুজনেই ঘটনাস্থলে গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু প্রাণ আর বাঁচানো যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, নিহত দুই শিক্ষার্থী ডেমরা থানার চিটাগাং রোড এলাকায় থাকতেন। দুর্ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক গাড়িটি—ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪—আটক করা হয়েছে। লঅশ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ দুই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে দায়িত্বহীন গাড়ি চালনার বিরুদ্ধে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক
ভয়াবহ বায়ুদূষণে দিল্লিতে হোম অফিস চালু
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা
বিপিএল খেলতে আসছেন মঈন আলি
সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি
হাদির ওপর হামলায় বাগাতিপাড়ায় বিএনপি-এনসিপির প্রতিবাদ মিছিল
হাদিকে নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: নোয়াখালীতে শিবির সেক্রেটারি
যুক্তরাষ্ট্র ছাড়ছেন কানাডার পর্যটকরা
দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত
দু’দিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮
হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত
ইমরান খান সম্পর্কে পোস্ট ব্লক বন্ধ করুন: ইলন মাস্ককে জেমিমা
বহিষ্কারে ডাবল হ্যাট্রিক বঞ্চিত মেজর আখতার
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখ লাখ মুসলিম
শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’
হাদি আমার নির্বাচনী প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়: মির্জা আব্বাস
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের ষড়যন্ত্র রুখতে সর্বদলীয় ঐক্যের অঙ্গীকার