Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ২০ মে ২০২৫

মেট্রোরেল স্টেশনে সাইকেল পার্কিংয়ের পরিকল্পনায় ডিএনসিসি

মেট্রোরেল স্টেশনে সাইকেল পার্কিংয়ের পরিকল্পনায় ডিএনসিসি
ফাইল ছবি

ঢাকায় মেট্রোরেল ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। যারা সাইকেল চালিয়ে মেট্রো স্টেশনে যান, তাদের জন্য স্টেশন চত্বরে সাইকেল পার্কিংয়ের ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৯ মে) ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ডিএনসিসি ইনোভেশন ল্যাব মেট্রোরেল স্টেশনগুলোতে সাইকেল পার্কিং স্টেশন তৈরির সম্ভাব্যতা যাচাই করছে। এ বিষয়ে একটি অনলাইন জরিপও চালু করেছে সংস্থাটি। নগরবাসীকে এতে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। জরিপ লিংক এর মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।

ডিএনসিসির প্রশাসক এজাজ আহমেদ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করে উদ্যোগের প্রতি নাগরিক মতামত আহ্বান করেছেন।

জরিপে কী জানতে চাওয়া হয়েছে:

  • অংশগ্রহণকারীর বয়স, লিঙ্গ, পেশা
  • বাসস্থান ও কর্মস্থলের অবস্থান
  • কীভাবে এবং কতবার মেট্রোরেল ব্যবহার করেন
  • সাইকেল চালাতে জানেন কিনা
  • ঢাকায় সাইকেলবান্ধব পরিবেশ গড়তে কোনও পরামর্শ

উদ্দেশ্য কী?

ডিএনসিসির কর্মকর্তারা জানান, অনেকেই বাসা থেকে সাইকেলে করে মেট্রো স্টেশনে যান, কিন্তু নিরাপদ ও নির্দিষ্ট পার্কিংয়ের অভাবে সাইকেল ব্যবহার নিরুৎসাহিত হন। যদি জরিপে ইতিবাচক সাড়া মেলে, তবে নির্ধারিত ফি’র বিনিময়ে মেট্রো স্টেশন এলাকায় সাইকেল পার্কিং সুবিধা চালু করা হবে।

নগর উন্নয়নে পরিবেশবান্ধব চিন্তা:

এ উদ্যোগ ঢাকার মতো যানজটে বিপর্যস্ত শহরে পরিবেশবান্ধব ও টেকসই নগর ব্যবস্থাপনার দিকেই ইঙ্গিত করে। সাইকেলবান্ধব পরিবেশ তৈরি হলে রাজধানীর নাগরিকদের যাতায়াত সহজতর ও স্বাস্থ্যকর হবে, যানজটও কমবে বলে আশা সংশ্লিষ্টদের।

সবার দেশ/কেএম

সর্বশেষ