Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ০০:৩৭, ২১ মে ২০২৫

আপডেট: ০২:২৪, ২১ মে ২০২৫

খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চালসহ ডিলার আটক

খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চালসহ ডিলার আটক
ছবি: সবার দেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) এর ১৭ বস্তা চালসহ ডিলার মোহাম্মদ আফজাল হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

আটক আফজাল হোসেন (৫৫) সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকা থেকে খাদ্যবান্ধব ১৭ বস্তা চালসহ তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে মঙ্গলবার বোনারপাড়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন সরকারি খাদ্য গুদাম থেকে ১৭ বস্তা (প্রায় ১০০০ কেজি সমতুল্য) চাল উত্তোলন করেন। পরে এসব চাল কলেজ মোড় নামক এলাকায় তার ব্যাক্তিগত গুদামে নিয়ে এসে সরকারি বস্তা পরিবর্তন করে কালো বাজারে সেগুলো বিক্রির চেষ্টা করেন । বিষয়টি টের পেয়ে চাল বিক্রিতে বাঁধা দিয়ে ডিলার আফজাল হোসেনকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) আব্দুল কাইয়ুম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ১৭ বস্তা চালসহ অভিযুক্ত ডিলারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরে তদন্ত সাপেক্ষে সরকারি বিধি মোতাবেক আইগত ব্যবস্থা নেয়ার কথাও জানান থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কেটে গেছে কালো মেঘ, শিগগিরই নির্বাচনের রোডম্যাপ
আজ সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
ইউনূসের পদত্যাগ গুঞ্জন মিছিল করতে ঢাকায় এসে যুবলীগ নেতা আটক
শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নিইনি: স্পষ্ট বার্তায় উপদেষ্টা রিজওয়ানা
ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে: ডাক্তার তাহেরের খোলামেলা বার্তা
ভারতে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের মৃত্যু
এক-এগারোর পাঁয়তারা চলছে: নাহিদ ইসলামের সতর্কবার্তা
মোদির রক্ত গরম হয় শুধু ক্যামেরার সামনেই: রাহুল গান্ধী
ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়েছে দিল্লীস্টার!
কক্সবাজারে মার্কিন সেনা! বিভ্রান্তিকর প্রচারণা
প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন: বিবিসিকে নাহিদ
পাকিস্তানে বিশাল বাঁধ নির্মাণ করছে চীন