Sobar Desh | সবার দেশ নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৮, ২২ মে ২০২৫

বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূ নিহত, আহত ১

বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূ নিহত, আহত ১
ছবি: সবার দেশ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়ায় ঘর নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।  

বুধবার (২১ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাড়ির নির্মাণকাজে পরিবারটির সদস্যরা সকলে অংশ নিচ্ছিলেন। হঠাৎ করে পই লাগানোর সময় ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে যায় তাদের ওপর। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শ্বশুর সোলাইমান হোসেন (৬৩) ও পুত্রবধূ শাবানা (২৯)। গুরুতর আহত অবস্থায় ওয়াতোন (৫০) কে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা দলে দলে নিহতদের বাড়িতে ছুটে আসছেন। এক পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও নিস্তব্ধতা।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ জানান, এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা দেয়ার চেষ্টা করছি। এ ইউনিয়নে মঙ্গলবার (২০ মে) দুটি শিশু পানিতে ডুবে নিহতের পর আজকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটলো।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন: বিবিসিকে নাহিদ
পাকিস্তানে বিশাল বাঁধ নির্মাণ করছে চীন
পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বিশ্বকাপ খেলবে না ভারত
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
বিএনপি সরকার হটিয়ে ক্ষমতায় যেতে চায়: এনসিপির অভিযোগ
জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে চাই আত্মত্যাগের মানসিকতা: আজহারি
সর্বদলীয় বৈঠক ডাকুন: প্রধান উপদেষ্টাকে জামায়াত আমির
সেনানিবাসে আশ্রয় দেয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ
আরেকটা এক-এগারো চাই না, আর চুপ থাকবো না: এনসিপি নেতা রিফাত রশিদের হুঁশিয়ারি
দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলতে হবে: হাসনাত আব্দুল্লাহ
মেঘনায় বিএনপির ঘরে আওয়ামী দোসরদের আশ্রয়!
দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম
৮ দিনের ভোগান্তির আন্দোলন স্থগিত করলেন ইশরাক